বিদ্যালয় টি শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার গোসাইরহাট ইউনিয়নের চাপকাটি গ্রামে অবস্থিত । বিদ্যালযটি গোসাইরহাট টু ফেরিঘাট সড়কের পাশে এক মনোরম পরিবেশে অবস্থিত । ইহা ১১৬ শতাংশ জমির উপর বিদ্যমান ।বিদ্যালয়ের ভৌত অবকাঠামোর মধ্যে একটি আধাপাকা ভবন রয়েছে । |
বটনা এলাকাটি একটি অনুন্নত এলাকা। শিক্ষার হার ছিল কম। একথা ভেবে ১৯৩২ সালে এলাকার কিছু সংখ্যক শিক্ষানুরাগী যেমন ,আইজুদ্দিন সরদার , আৎ রশিদ সরদার, হাজী ছকাই সরকার , আবু বকর সরকার ইত্যাদি কিছু লোক উদ্যোগ নিয়ে বিদ্যালয়টি আইজুদ্দিন সরদারের দানকরা জমিতে মাটি ভরাট করে টিন শেড ঘর তুলে সর্বপ্রথম বিদ্যালয়টি চালূ করেন । |
শিশু শ্রেনী-৭৩,১ম শ্রেনী -৭২ জন,. ২য় শ্রেনী ৬৬ জন,৩য় শ্রেনী-৬৫ জন,.৪র্থ শ্রেনী-৫০ জন,৫ম শ্রেনী-৪৩ জন । |
মোট- ১২ জন সদস্য বিশিষ্ট বিদ্যালয় ম্যানেজিং কমিটি । |
২০০৭-৮-৯-১০-১১ সালের পাশের হার ৮৬%,১০০%,৫৭% ,১০০% ও ১০০% ।
|
৬৬ একক, যৌথ ৪০ । |
বিদ্যালয়ের এস.এম সি পিটিএ শিক্ষকবৃন্দ মিলে ২০১৬ সালের মধ্যে একটি আদর্শ মানসম্মত আধুনিক বিদ্যালয়ে পরিনত করার প্রত্যয় ব্যক্ত করে । |
০১৭১৯৮৫১২৮৫ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস