উচ্চ মাধ্যমিক সত্মরে ১৯টি, ডিগ্রি পাস কোর্সে ০৮টি বিষয় এবং ০৪টি বিষয়ে অনার্স কোর্স চালু আছে-রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা। কলেজের নামে ৭.৬ একর জমি আছে। এ ছাড়া কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতির নামে আরো ১০একর জমি আছে যা কলেজ ব্যবহার করছে। এখানে কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব শামসুর রহমানের নিজস্ব অর্থায়নে অধ্যক্ষসহ শিক্ষকদের আবাসন ব্যবস্থা এবং ছাত্র-ছাত্রীদের জন্য হোস্টেলের ব্যবস্থা ও দুটি ওয়াল টিন সেড ভবন আছে। আরো একটি চার তলা ভিত্তি বিশিষ্ট অনার্স ভবন তাঁরই অর্থায়নে নির্মানাধীন। এছাড়া কলেজের একটি দোতলা ভবন ও একটি তিনতলা বিজ্ঞান ভবন আছে।
কলেজটি ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত। ইনডেক্স নং ৩৬০৩০১৩১০১;
২০০৬-০৭ শিক্ষাবর্ষে ডিগ্রি(পাস)সত্মর প্রথম অধিভুক্তি লাভ করে, কোড নং ৬২০৯। ২০০৯-১০ শিক্ষাবর্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় এখানে অনার্স এর অধিভুক্তি প্রদান করে। ১৯৮৪ সালে তৎকালীন উপজেলা চেয়ারম্যান জনাব জসিম উদ্দিন দেওয়ান ও উপজেলা নির্বাহী অফিসারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উদ্যোগে ইদিলপুর মহাবিদ্যালয় নামে কলেজটি প্রতিষ্ঠিত হয়। ১৯৯১ সালে উপজেলা পদ্ধতি বাতিল হয়ে গেলে কলেজটি দন্য দশায় পতিত হয়। ১৯৯৩ সালে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের অনুরোধে আলহাজ্ব শামসুর রহমান নগদ পনের লক্ষ টাকা কলেজ তহবিলে জমা দিলে কলেজটির নামকরণ হয় শামসুর রহমান কলেজ। অতঃপর কলেজেটি আলহাজ্ব শামসুর রহমানের একক অর্থায়নে বর্তমান অবস্থায় উপনিত হয়েছে।
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|
ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক) |
উচ্চ মাধ্যমিক শ্রেণী =৮১২; ডিগ্রি (পাস)=১৯৫; অনার্স (০৪ বিষয়) =২৭৪। |
পূর্ণাঙ্গ গভর্নিং বডি, মেয়াদকাল ২০জুন, ২০১৪ খ্রি. পর্যমত্ম । প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব শামসুর রহমান, বিশিষ্ট সিআইপি। অধ্যক্ষ ও সদস্য সচিব এস.এম. আবুল বাশার। অন্যান্য সদস্যদের তালিকা-কপি সংযুক্ত। |
শামসুর রহমান ডিগ্রি (অনার্স) কলেজ
গোসাইরহাট,শরীয়তপুর।
তিন বছর মেয়াদী কলেজ গভর্নিং বডির সদস্যদের তালিকা
মেয়াদঃ ২০ জুন,২০১৪ খ্রি. পর্যমত্ম
ক্রমিক নং |
নাম |
পদবী |
ঠিকানা |
মোবাইল নম্বর |
০১
|
আলহাজ্ব শামসুর রহমান |
প্রতিষ্ঠাতা ও সভাপতি |
চেয়ারম্যান,বে-গ্রম্নপ ইন্ডাষ্ট্রিজ লিঃ, ঢাকা |
০১৭১১৫৬৫০৬৫ |
০২
|
এস.এম.আবুল বাশার |
অধ্যক্ষ ও সদস্য সচিব |
অধ্যক্ষ, শামসুর রহমান ডিগ্রি কলেজ, গোসাইরহাট, শরীয়তপুর |
০১৭১৮১১৭০৩৮ |
০৩
|
মেজর (অবঃ)আনিসুর রহমান |
দাতা সদস্য |
চেয়ারম্যান, বে-এগ্রো লিঃ, কাওরান বাজার, ঢাকা। |
০১৭১১৫৪৯৫৮৪ |
০৪ |
জনাব জসীম উদ্দিন দেওয়ান |
মহাপরিচালক,মাধ্যমিক ও উচ্চ শিক্ষ অধিদপ্তর কর্তৃক মনোনীত বিদ্যোৎসাহী সদস্য |
দাসেরজঙ্গল, গোসাইরহাট, শরীয়তপুর |
০১৭২০৯০৭৪৩২ |
০৫ |
জনাব মোঃ ফজলুর রহমান |
উপচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক মনোনীত বিদ্যোৎসাহী সদস্য |
উপজেলা চেয়ারম্যান, গোসাইরহাট,শরীয়তপুর |
০১৭১১২৬৮৮৮৭ |
০৬ |
জনাব মোহাম্মদ আবুল বাশার
|
হিতৈষী সদস্য |
চেয়ারম্যান, বি.এন. ট্রেডিং, ঢাকা |
০১৭১৩০০৯৯১৩ |
০৭
|
জনাব মোঃ তোফাজ্জল হোসেন |
চেয়ারম্যান, ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত বিদ্যোৎসাহী সদস্য |
গ্রাম-বাসুদেবচাপ, গোসাইরহাট, শরীয়তপুর |
০১৯২৫৭৭৯৯৩১ |
০৮
|
জনাব গোলাম মোসত্মফা (বাচ্চু সরদার) |
অভিভাবক প্রতিনিধি |
গ্রাম- উত্তর কোদালপুর, গরীবেরচর, গোসাইরহাট, শরীয়তপুর |
০১৭১১৭৩৭৭৪৮ |
০৯
|
মাহাবুবুর রহমান তালুকদার |
অভিভাবক প্রতিনিধি |
গ্রাম-দাসেরজঙ্গল, গোসাইরহাট, শরীয়তপুর |
০১৯২৩৬৮৮৭৯৯ |
১০
|
দেওয়ান মোঃ জাকির হোসেন |
অভিভাবক প্রতিনিধি |
গ্রাম-দাসেরজঙ্গল, গোসাইরহাট, শরীয়তপুর |
০১৭১৬৪৮৫৫৬১ |
১১ |
জনাব আবদুল মজিদ সরদার |
চিকিৎসক প্রতিনিধি |
গ্রাম-দাসেরজঙ্গল, গোসাইরহাট, শরীয়তপুর |
০১৭১৮১৩৭৭৬৮ |
১২
|
জনাব বিশ্বনাথ দাস |
শিক্ষক প্রতিনিধি |
সহঃ অধ্যাপক,হিসাববিজ্ঞান বিভাগ |
০১৭১৬৫৮০৯৬৭ |
১৩
|
জনাব দৌলত আহম্মেদ চৌধুরী |
শিক্ষক প্রতিনিধি |
প্রভাষক, জীববিজ্ঞান |
০১৭১০৯১০৫৬৯ |
১৪
|
জনাব মোঃ আরিফুজ্জামান |
শিক্ষক প্রতিনিধি |
প্রভাষক, ইংরেজি |
০১৭১৮৮৪৬৪১৬ |
২০০৭ |
২০০৮ |
২০০৯ |
২০১০ |
২০১১ |
৬৩.৮৩% |
৭৫.৩৫ |
৫৪% |
৩৩% |
৭৯.৬০% |
একাদশ শ্রেণীতে ৯২ জন এবং দ্বাদশ শ্রেণীতে ৯৪ জন ছাত্রী উপবৃত্তি পায়।
পাঠ পরিকল্পনার মাধ্যমে শিক্ষা দেওয়া হয়। প্রতি ১৫-২০জন শিক্ষার্থীর জন্য একজন গাইড শিক্ষকের তত্ত্বাবধানে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য সংশিস্নষ্ট শিক্ষক ও শিক্ষার্থীদের পুরস্কার দেয়া হয়। বর্তমান পাশের হার ৮০%। নিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালিত হয়। আমত্মঃকলেজ বিভিন্ন প্রতিযোগিতায় উলেস্নখযোগ্য সংখ্যক শিক্ষার্থী পুরস্কার লাভ করে। রোভার স্কাউটের কার্যক্রম নিয়মিত চলে।
পাশের হার ১০০% এ উন্নীত করা এবং কলেজটিকে একটি মানসম্মত ও আদর্শ কলেজ হিসেবে প্রতিষ্ঠিত করা।
e-mail : srcollege.ghat@gmail.com |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস