শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় গর্ভন্যান্স ইনোভেশন ইউনিট, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত৷
সোমবার (১৩ জুন) সকাল ১০টা থেকে উপজেলা পরিষদ সভাকক্ষে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী ১০টি বিশেষ উদ্যোগের গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে উক্ত কর্মশালা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশ গুপ্ত৷ তিনি তার বক্তব্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ।
এগুলো হলো 'পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষা। ১০টি উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নের লক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার।
এ সময় উপস্থিত ছিলেন, গোসাইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, সরকারী শামসুর রহমান কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা হাফিজুর রহমান, কৃষি অফিসার মো. সাহাবুদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. শাহজাহান সিকদার, যুদ্ধাকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন বাচ্চু সৈয়াল, গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ মো. আসলাম সিকদার, আইসিটি অফিসার মাইনুল ইসলামসহ কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দসহ মোট ১৮ শ্রেনীর লোক উপস্থিত ছিলেন৷
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস