নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে স্যার বিক্রয় করার অপরাধে শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া বাজারের এক সার ব্যবসায়ীকে জরিমানাও লাইসেন্স জব্দ করেন উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নাগেরপাড়া বাজারে খুচরা সার বিক্রেতা আব্দুস সালাম জমাদার (৬০) নামে একজনকে মোবাইল কোর্টের মাধ্যেমে ২০ হাজার টাকা অর্থদন্ড ও লাইসেন্স জব্দ করেন উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশ গুপ্ত৷
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাফী বিন কবির, সার্বিক সহযোগিতা করেন উপজেলা কৃষি অফিসার মোঃ শাহাবুদ্দিন, ও পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন৷
গোসাইরহাট উপজেলা কর্মকর্তা (ইউএনও) কাফি-বিন কবির বলেন, ইউরিয়া, এমওপি, জিবসাম, টিএসপিসহ সকল কৃষি উপকরণের সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করণে মূল্য তালিকা প্রদর্শন করার পাশাপাশি সাধারণ মানুষের সাথে কথা বলেন মনিটরিং টিম। মনিটরিং এর সময় সরকার নির্ধারিত মূল্যের বেশি না নেওয়ার জন্য সারের ডিলারগণকে আহবান করেন৷
তিনি আরো বলেন, এসময় সার পাইকারি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সঠিকভাবে নেওয়া হচ্ছে কিনা তা যাচাই করা হয়। অতিরিক্ত মূল্যে সার বিক্রি না করতে ব্যবসায়ী নেতাদের ও ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়। এরপরও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়। সরকারি নিয়মানুযায়ী ক্রয়-বিক্রয় রসিদ সংরক্ষণের বিষয়ে সার ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং মূল্য নিয়ে কারসাজি করতে নিষেধ করা হয়। ঊর্ধ্বগতিরোধে বাজারে ইউরিয়া সার মজুদ বন্ধে ও নির্ধারিত মূল্য বাস্তবায়ন করতে নিয়মিত এই মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান মনিটরিং টিম এদিকে বাজারে সারের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের এমন অভিযানে সন্তোষ প্রকাশ করেন উপজেলার কৃষক সমাজ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস