মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা "এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবেনা"- বাস্তবায়নে ইতোপূর্বে জেলাপ্রশাসনের উদ্যেগে গৃহীত সমন্বিত কৃষি কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ১০ টার সময় শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় কৃষক উদ্বুদ্ধকরণ সমাবেশ ও কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাফী বিন কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলাপ্রশাসক মোঃ পারভেজ হাসান৷
উপজেলা কৃষি অফিসার মো. শাহাবুদ্দিন এর সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর খামারবাড়ী জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ গোলাম রাসূল, সরকারী শামসুর রহমান কলেজের অধ্যক্ষ ফজলুল হক, গোসাইরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশ গুপ্ত, গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম সিকদার, গোসাইরহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোহাম্মদ আবুল খায়ের, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আলহাজ্ব দেওয়ান মো. শাহজাহান,সকল সরকারি কর্মকর্তা , সকল ইউ'পি চেয়ারম্যান, কাউন্সিলর, সাংবাদিক, রাজনীতিবিদ উপস্থিত ছিলেন৷
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কৃষকের মাঝে বিনামূল্যে ২০ টি সেচযন্ত্র বিতরণ করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস