Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
গোসাইরহাটে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত।
বিস্তারিত

গোসাইরহাটে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত।

"প্রগতিশীল প্রযুক্তি অন্তর্ভুক্তিমূলক উন্নতি " বিষয়কে ধারণ করে শরীয়তপুরের গোসাইরহাটে নানা আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে।

পরে উপজেলা চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমের সামনে গিয়ে শেষ হয়। 

এ উপলক্ষে সোমবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় দিবসের কর্মসূচি শুরু হয়।

উপজেলা আইসিটি অফিসার মাইনুল ইসলামের সঞ্চলনায় অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাফী বিন কবির৷

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশ গুপ্ত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মো. আবুল খায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. নাজমা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মো. আমিরুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আজাদ মিঞাসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, উপজেলার আইসিটি উদ্যোক্তাগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রমুখ।

এসময় তারা বলেন, ‘২০০৮ সালের ১২ ডিসেম্বর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশের রূপরেখা ভিশন-২০২১ ঘোষণা করেন। তখন থেকেই ডিজিটাল বাংলাদেশ দিনবদলের যাত্রা শুরু। সেই যাত্রা শেষ হচ্ছে আজ। এখন ভিশন ২০৪১ ঘোষণা করেছে সরকার।’ তিনি বলেন, সামনের দিনে এই অর্জন ধরে রেখে ডিজিটাল বাংলাদেশকে ঘিরে আরও কিছু নতুন পরিকল্পনা নিয়েছে সরকার। দেশে বিজয়ের মাসেই চালু হচ্ছে ফাইভ-জি প্রযুক্তি। যা তথ্য-প্রযুক্তির ক্ষেত্রে ডিজিটাল বাংলাদেশকে নিয়ে যাবে অনন্য এক উচ্চতায়।