এ উপজেলার গোসাইরহাট বাজার প্রাচীন বানিজ্যিক কেন্দ্র । এখান থেকে ধান, গম, পাটসহ বিভিন্ন দ্রব্য সামগ্রী একসময় কলিকাতা ও ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে নদী পথে বানিজ্যিকভাবে আনা নেয়া হতো। এছাড়া সুরেশ্বর ঘাট ও কার্তিকপুর লঞ্চঘাট থেকে কলিকাতা ও ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে লঞ্চ ও স্টীমার চলাচল করত। বতমানে গোসাইর হাট-বাজার, নলমুড়ী হাট-বাজার , কোদালপুর বাজার ও নাগেরপাড়া বাজার প্রধান প্রধান বানিজ্যিক কেন্দ্র । এছাড়া ওয়াপদা ঘাট, চন্ডীপুর ঘাট, সুরেশ্বরঘাট, নড়িয়া, ভোজেশ্বরঘাট দিয়ে নদী পথে ব্যবসা বানিজ্য পরিচালিত হয় ।এখন সড়গ পথে দেশের বিভিন্ন স্থানের সাথে ব্যবসা বানিজ্য পরিচালিত হচ্ছে ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS